মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 1, 2025 1:36 PM

printer

দিল্লীর একটি আদালত, ২৬/১১ মুম্বাই জঙ্গী হামলার মূল চক্রী তাহাউর রানার হাতের লেখা এবং গলার স্বর রেকর্ড করার জন্য জাতীয় তদন্তকারী সংস্থা এন আই একে অনুমতি দিয়েছে।

দিল্লীর একটি আদালত, ২৬/১১ মুম্বাই জঙ্গী হামলার মূল চক্রী তাহাউর রানার হাতের লেখা এবং গলার স্বর রেকর্ড করার জন্য জাতীয় তদন্তকারী সংস্থা এন আই একে অনুমতি দিয়েছে। বিশেষ এন আই এ আদালতের বিচারক চন্দর জিত সিং, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতে এই নির্দেশ দেন।

উল্লেখ্য, ১৮ দিনের হেফাজতের শেষে গত সোমবার ফের রানাকে ১২ দিনের এন আই এ হেফাজতে পাঠানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন