December 22, 2025 9:56 PM

printer

দিল্লীর একটি আদালত আজ ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার সঙ্গে সম্পর্কযুক্ত একটি মামলায় রায়দান স্থগিত রেখেছে

দিল্লীর একটি আদালত আজ ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার সঙ্গে সম্পর্কযুক্ত একটি মামলায় রায়দান স্থগিত রেখেছে। প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার ওই মামলার অন্যতম অভিযুক্ত। মামলার চূড়ান্ত শুনানির শেষে বিশেষ বিচারক দিগ বিনয় সিং আগামী মাসের ২২ তারিখ পর্যন্ত রায়দান স্থগিত রাখেন। কড়া নিরাপত্তার মধ্যে আজ সজ্জন কুমারকে আদালতে পেশ করা হয়েছিল। দাঙ্গা চলাকালীন দিল্লীর জনকপুরী এবং বিকাশপুরীতে হিংসার ঘটনায় ২০১৫ সালের ফেব্রুয়ারী মাসে সজ্জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে বিশেষ তদন্তকারী দল।

উল্লেখ্য, ১৯৮৪ সালের পয়লা নভেম্বর জনকপুরীতে হিংসায় সোহন সিং এবং তাঁর জামাই অবতার সিং-এর মৃত্যু হয়। এর প্রেক্ষিতে দায়ের হয় প্রথম মামলা। তার পরের দিন  বিকাশপুরীতে গুরচরন সিং-এর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই অভিযোগের দায়ের হয় দ্বিতীয় মামলাটি।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।