September 5, 2025 12:26 PM

printer

দিল্লীতে যমুনা নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে

জাতীয় রাজধানী অঞ্চল দিল্লীতে যমুনা নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। আজ সকালে জলস্তর ছিল দুশো সাত দশমিক তিন সাত মিটার। গত কয়েকদিন ধরে দিল্লীতে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। নিচু জায়গায় থাকা মানুষদের ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ময়ুর বিহার PHASE 1 সহ বেশ কয়েকটি জায়গায় ত্রাণ শিবির খোলা হয়েছে।