October 12, 2025 6:06 PM

printer

দিল্লীতে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করিয়েছে।

দিল্লীতে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ভারত ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ আজ মধ্যাহ্ন বিরতির কিছু পরেই তাদের প্রথম ইনিংসে ২৪৮ রানে সকলে আউট হয়ে যায়। ভারতের পক্ষে কুলদীপ যাদব ৫ উইকেট নেন। ২৭০ রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংস শুরু করে দিনের শেষে  ২ উইকেটে ১৭৩ রান করেছে। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সাই হোপ ৬৬ অপরাজিত রয়েছেন।  জন ক্যাম্বেল ৮৭ রান করেছেন।  উল্লেখ্যভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রান করেছিল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।