দিল্লি সরকার জাতীয় রাজধানীতে বায়ু দূষণের সমস্যা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে।
সাংবাদিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলেছেন, আগামীকাল থেকে পেট্রোল পাম্পে সঠিক দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র (PUC) ছাড়া কোনো গাড়িকে পেট্রল দেওয়া হবে না।
তিনি আরও বলেন, দিল্লিতে নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাকের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়াও, আগামীকাল থেকে বিএস৬ ক্যাটাগরির নিচের মডেলের দিল্লির বাইরের কোনো ব্যক্তিগত গাড়িকে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হবে না।