দিল্লি বিমানবন্দরে উড়ান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের উদ্দেশে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তারা। কেবিন এবং চেক-ইন ব্যাগেজের জন্য নির্ধারিত নির্দেশিকা মেনে চলা, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সহযোগিতা করা, শুধুমাত্র সরকারি বিবৃতির উপরে ভরসা রাখা, সমাজমাধ্যমের ভিত্তিহীন খবর অনুযায়ী কোনও পদক্ষেপ না করার অনুরোধ করা হয়েছে। বিমান সংস্থা বা দিল্লি বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে খোঁজখবর নিয়ে যাত্রীদের বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ।
Site Admin | May 11, 2025 9:26 AM
দিল্লি বিমানবন্দরে উড়ান পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
