মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 9, 2025 10:26 AM

printer

দিল্লি বিধানসভাতে  স্কুল ফী রেগুলেশন বিল ২০২৫ পাস্ হয়েছে

দিল্লি বিধানসভাতে  স্কুল ফী রেগুলেশন বিল ২০২৫ পাস্ হয়েছে। এই বিল পাস্ হওয়ার ফলে স্কুলে বেতন বাড়ানোর ক্ষেত্রে, স্কুলের  ব্যবস্থাপনার বিষয়ে,অভিভাবকের  সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হবে। এই বিলে স্কুলে বেতনের বিষয়ে বেশ কিছু স্বচ্ছতা আনার ফলে শিক্ষা ব্যবস্থা আরো উন্নত বলে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে আইন লঙ্ঘন করলে জরিমানার ব্যবস্থার উল্লেখের পাশাপাশি ফী ব্যবস্থাপনা খতিয়ে দেখার জন্য স্কুল স্তর, জেলা স্তর এবং উচ্চ স্তরে রিভিশন কমিটি গঠন করার কথা বলা হয়েছে।    

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।