দিল্লি পুলিশ তল্লাশি অভিযানের পর রাজধানী থেকে ৯ জন অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিকে গ্রেফতার করেছে। ভারত নগর থানা এলাকা থেকে অভিযান চালানোর সময় তাদের আটক করা হয়। উত্তর–পশ্চিম দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ভীস্ম সিং বলেন, ইতিমধ্যেই রাজধানীতে অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের চিহ্নিতকরণ এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযান চলেছে। তিনি জানান, ঘটনাস্থল থেকে ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশি জেরায় জানা যায়, তারা কোচবিহারের সীমান্ত এলাকা হয়ে ভারতে অনুপ্রবেশের পর হরিয়ানায় গিয়ে বসবাস করছিলো।
Site Admin | May 25, 2025 4:18 PM
দিল্লি পুলিশ তল্লাশি অভিযানের পর রাজধানী থেকে ৯ জন অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিকে গ্রেফতার করেছে।