দিল্লি পুলিশ, আইসিস (ISIS) -এর নতুন একটি গোষ্ঠীর পর্দা ফাঁস করতে সক্ষম হয়েছে। আপাতত এই গোষ্ঠীর সঙ্গে জড়িত সন্দেহে দুজন সন্ত্রাসবাদীকে তারা হেফাজতে নিয়েছে।
দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার ( স্পেশাল সেল) প্রমোদ সিং কুশয়াওয়া আজ সাংবাদিকদের জানান, গত ১৬ ও ১৮’ই অক্টোবর ওই দুই সন্ত্রাসবাদীকে দিল্লি ও ভুপাল থেকে গ্রেপ্তার করা হয়। তারা দিল্লিতে বড় ধরণের IED বিষ্ফোরণের ষড়যন্ত্র করছিল। এই চক্রের মাথা তুরস্ক ও সিরিয়ার সীমান্ত থেকে কাজকর্ম চালায় বলে পুলিশ জানিয়েছে।