মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 14, 2025 12:15 PM

printer

দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের পথ  কুকুরদের নিয়ে শীর্ষ আদালতের সাম্প্রতিক নির্দেশ খতিয়ে দেখা হবে।

দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের পথ  কুকুরদের নিয়ে শীর্ষ আদালতের সাম্প্রতিক নির্দেশ খতিয়ে দেখা হবে। ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই, পিন বিচারপতিকে নিয়ে এর জন্য একটি বেঞ্চ গঠন করেছেন। এই বেঞ্চে রয়েছেন ,বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়া। আজ এ বিষয়ে শুনানি হবে।

        জাতীয় রাজধানী অঞ্চল-দিল্লীর রাস্তা থেকে পথ কুকুরদের সরানোর সুপ্রিম কোর্টের নির্দেশের পর দেশজুড়ে বিতর্কের মধ্যেই প্রধান বিচারপতি বি আর গাভাই গতকাল বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান। এর আগে, গত সোমবার শীর্ষ আদালতের বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবানের বেঞ্চ পৌরসভাগুলিকে পথ কুকুরদের অবিলম্বে রাস্তা থেকে সরিয়ে নির্বীজকরণ এবং আশ্রয়কেন্দ্রে রাখার ব্যবস্থা করতে নির্দেশ দেন। পথ কুকুরদের কামড়ে জলাতঙ্কে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি ঠেকাতে দিল্লীর সমস্ত লোকালয় পথ কুকুর মুক্ত করার কথা জানায় আদালত। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছিলেন এক আইনজীবী।