December 18, 2025 12:56 PM

printer

দিল্লির সরকার আজ থেকে ‘No PUC, No Fuel’ বিধির কঠোর প্রয়োগ করবে। জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণ রোধে এই পদক্ষেপ নিয়েছে সরকার।

দিল্লির সরকার আজ থেকে ‘No PUC, No Fuel’ বিধির কঠোর প্রয়োগ করবে। জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণ রোধে এই পদক্ষেপ নিয়েছে সরকার। এই নিয়ম বলবৎ করতে দিল্লির পরিবেশ মন্ত্রী মাজিন্দর সিং সিরসা সংশ্লিষ্ট সংস্থা, পেট্রোল পাম্প ও পুলিশের জন্য নির্দিষ্ট নির্দেশাবলী জারি করেছেন। দিল্লীতে যে সমস্ত গাড়ীর সঠিক দূষণ নিয়ন্ত্রণ শংশাপত্র বা PUC  নেই তাদের কোনওরকম জ্বালানি দেওয়া হবে না। এর পাশাপাশি দিল্লির বাইরের নথিভুক্ত যে গাড়িগুলোতে দূষণ নিয়ন্ত্রণ মানদন্ড BS VI নেই তাদের শহরে প্রবেশের ব্যাপারেও থাকবে কড়া নিষেধাজ্ঞা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকায় ১২৬ টি চেক পয়েন্ট এ ৫৮০ জন পুলিশ কর্মী মোতায়েন থাকবে। পেট্রোল পাম্পে কড়া নজরদারির জন্য পরিবহন দপ্তরের প্রতিনিধি দল উপস্থিত থাকবে।