দিল্লির লাল কেল্লা এলাকায় সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত আরও চারজন প্রধান অভিযুক্তকে জাতীয় তদন্ত সংস্থা -এনআইএ আজ গ্রেপ্তার করেছে। এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ছয় হল। এনআইএ এক বিবৃতিতে জানিয়েছে যে দিল্লির একটি আদালতের নির্দেশের ভিত্তিতে জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে এই চার অভিযুক্তকে তাঁরা হেফাজতে নিয়েছে । এরা হলেন জম্মু ও কাশ্মীরের ডাঃ মুজাম্মিল শাকিল গণাই, ডাঃ আদিল আহমেদ রাথের ও মুফতি ইরফান আহমেদ ওয়াগে এবং উত্তর প্রদেশের ডাঃ শাহীন সাইদ।
Site Admin | November 20, 2025 9:44 PM
দিল্লির লাল কেল্লা এলাকায় সন্ত্রাসবাদী হামলার ঘটনায় জড়িত আরও চারজন প্রধান অভিযুক্তকে জাতীয় তদন্ত সংস্থা -এনআইএ আজ গ্রেপ্তার করেছে