দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণে কাণ্ডে জড়িত সন্দেহে উত্তর দিনাজপুরের ডালখোলার সুরজাপুর বাজারের কাছ থেকে NIA, নুর আলম নামে এক যুবককে আটক করেছে। সে হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ছাত্র বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আত্মীয়ের অনুষ্ঠানবাড়িতে সে এখানে এসেছিল। সূত্রের খবর তার আদি বাড়ি উত্তর দিনাজপুরেই।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, এর আগেও বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনায় এরাজ্যের নাম জড়িয়েছে। আজ মালদায় দলের সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার আগে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী মজুমদার বলেন, জঙ্গিদের সহায়তা করে তৃণমূল কংগ্রেস।
মালদা উত্তর ও দক্ষিণ এবং দুই দিনাজপুরে বিজেপি-র প্রতিনিধিদের সঙ্গে আজ মালদায় সাংগঠনিক বৈঠক করেন, বিজেপি নেতা সুনীল বনসল।