December 22, 2025 12:58 PM

printer

দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেকনিক্যাল সমস্যার কারণে মুম্বইগামী ফ্লাইটের জরুরি অবতরতণ

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের কয়েক মিনিটের মধ্যে টেকনিক্যাল সমস্যার কারণে আজ সকালে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট AI-887 জরুরি অবতরতণ করে। বিমানের ইঞ্জিনে গুরুতর ত্রুটি সামনে আসতেই,  ইমার্জেন্সি প্রসিডিওর অনুসরণ করে পাইলট তড়িঘড়ি বিমান ঘুরিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনেন। বিমানটি (বোয়িং ৭৭৭) দিল্লিতে নিরাপদে অবতরণ করলে তা থেকে সুরক্ষিতভাবেই যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয়।

এয়ার ইন্ডিয়ার তরফে ওই বিমানের যাত্রীদের জন্য আরেকটি B777 বিমানের ব্যবস্থা করার পাশাপাশি তাদের জন্য জলখাবারের ব্যবস্থা করা হয়।