দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে গতরাতে আইপিএলের ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছয় উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। দিল্লির ৮ উইকেটে ১৬২ রানের জবাবে বেঙ্গালুরু ৯ বল বাকি থাকতেই চার উইকেটে ১৬৫ রান তুলে নেয়। বেঙ্গালুরু ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এসেছে।
অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান ৫৪ রানে লখনৌ সুপার জায়ান্টকে হারিয়ে দেয়। মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ২১৫ রান তুলতে সক্ষম হয়। জবাবে লখনৌ ১৬১ রানে তাদের ইনিংস শেষ করে।