দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ আজ চার উইকেটে ১৪০ রান হাতে নিয়ে খেলতে নামবে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ভারতের চেয়ে এখনও ৩৭৮ রানে পিছিয়ে রয়েছে।
গতকাল দ্বিতীয় দিনে চা পানের বিরতির আগেই ভারত ৫ উইকেটে ৫১৮ রানে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। যশস্বী জয়সওয়াল ১৭৫ রান করেন। অধিনায়ক শুভমন গিল ১২৯ রানে অপরাজিত থাকেন। এরপর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ৪ উইকেটে ১৪০ রান করে। অলিক আথানাজ ৪১, ত্যাগনারাইন চন্দ্রপাল ৩৪ রান করেছেন। শে হোপ ৩১, তেভিন ইমলাচ ১৪ রানে অপরাজিত আছেন। ভারতের রবীন্দ্র জাদেজা তিনটি, কুলদীপ যাদব একটি উইকেট নিয়েছেন।