মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 13, 2025 8:47 PM

printer

দাবায় ৮৭ তম ভারতীয় হিসেবে গ্র্যান্ড মাস্টার হলেন ২৪ বছর বয়সী আ রা হরিকৃষ্ণন।

দাবায় ৮৭ তম ভারতীয় হিসেবে গ্র্যান্ড মাস্টার হলেন ২৪ বছর বয়সী আ রা হরিকৃষ্ণন। শুক্রবার ফ্রান্সের লা প্লান আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় তিনি তৃতীয় ও চূড়ান্ত বারের জন্য ফিডে নর্ম খেতাব জয় করেন। চেন্নাইয়ের দাবাড়ু ২০২৩ সালের জুলাই মাসে সুইজারল্যান্ডের বিয়েল আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় প্রথম গ্র্যান্ডমাস্টার নর্ম জেতেন। গতমাসে স্পেনে আন্দুজার ওপেনে দ্বিতীয় নর্মে জয়লাভ করেন তিনি।

প্রসঙ্গত, একজন দাবাড়ুকে গ্র্যান্ডমাস্টার খেতাব জেতার জন্য তিনটে গ্র্যান্ডমাস্টার নর্ম জিতে দাবার FIDE  রেটিং ২৫০০ এ পোঁছতে হয়।

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন