দাবায় ওয়ার্ল্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি। দোহায় গতকাল সেমিফাইনালে উজবেকিস্তানের দাবাড়ু নদিরবেক আব্দুসাত্তোরভের Nodirbek Abdusattorov কাছে পরাজিত হয়েছেন এরিগাইসি। প্রতিযোগিতায় শুরু থেকে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতীয় দাবাড়ু। প্রথম দিনে কঠিন প্রতি পক্ষ আব্দুসাত্তোরভকে হারিয়েছিলেন তিনি। কিন্তু সেমিফাইনালে পরাস্ত হন এরিগাইসি। অন্যদিকে তারকা দাবাড়ু ম্যাগনাস কার্লসেন প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন।
Site Admin | December 31, 2025 12:00 PM
দাবায় ওয়ার্ল্ড ব্লিটজ চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছেন গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি।