January 7, 2026 6:23 PM

printer

দশকের পর দশক সন্ত্রাসবাদে মদত দান এবং জঙ্গীদের প্রশিক্ষণ শিবির চালানোর জন্য ভারত, পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে।  

দশকের পর দশক সন্ত্রাসবাদে মদত দান এবং জঙ্গীদের প্রশিক্ষণ শিবির চালানোর জন্য ভারত, পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে।  

বিদেশ মন্ত্রী ডক্টর সুব্রমণিয়ম জয়শঙ্কর লুক্সেমবার্গে এক সাংবাদিক সম্মেলনে বলেন, যেসমস্ত দেশ বিভিন্নভাবে ভারতকে সাহায্য করছে, তাদের সঙ্গে নতুন দিল্লির আচরণ হবে একরকম। কিন্তু পাকিস্তান এবং অন্য যেসব দেশ ভারতের বিরুদ্ধাচারণ করছে, তাদের সঙ্গে নতুন দিল্লির আচরণ হবে সম্পূর্ণ ভিন্ন।

ডক্টর জয়শঙ্কর বলেছেন, ভারত, ভেনেজুয়ালের সাম্প্রতিক পরিস্থিতিতে যথেষ্ট উদ্বিগ্ন। সেদেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

 ইওরোপের সঙ্গে ভারতের সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছবে বলে বিদেশমন্ত্রী আশা প্রকাশ করেন। ইওরোপীয় ইউনিয়ান-ইইউ এবং লুক্সেমবার্গের সঙ্গে সম্পর্ক আরো উন্নত করতেও ভারত আগ্রহী বলে তিনি জানান।

চলতি বছরে ভারত থেকে আরো অনেক মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি দল, লুক্সেমবার্গ সফর করবে বলেও ডক্টর জয়শঙ্কর মন্তব্য করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।