দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর মালিপাড়ায় প্রতিবেশী যুবককে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশ দুই ভাইকে গ্রেফতার করে খুনের মামলা রুজু করেছে। জানা গেছে, গত রাতে নেশাগ্রস্ত অবস্থায় বছর ৩৫ এর বরুণ মণ্ডল ও প্রতিবেশী চিরঞ্জিত মিত্রের মধ্যে বচসা শুরু হয়। পরে চিরঞ্জিত তার ভাই শুভঙ্কর মিত্রকে ডেকে নিয়ে আসে এবং দুই ভাই মিলে বরুণকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় বরুণ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে বরুণকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও RAF মোতায়েন করা হয়। ঘটনায় অভিযুক্ত দুই ভাই চিরঞ্জিত ও শুভঙ্কর মিত্রকে আটক ও পরে গ্রেপ্তার করে পুলিশ। কী কারণে এই মারামারির সূত্রপাত, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এলাকায় নেমে এসেছে গভীর শোক।
Site Admin | October 22, 2025 3:45 PM
দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গোপালপুর মালিপাড়ায় প্রতিবেশী যুবককে পিটিয়ে খুনের ঘটনায় পুলিশ দুই ভাইকে গ্রেফতার করে খুনের মামলা রুজু করেছে।
 
		 
									 
									 
									 
									