দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ের চালতাবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রজ্জাক খাঁ-র খুনের ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু, শাসক দলেরই এক নেতাকে পুলিশ আজ গ্রেফতার করেছে। ধৃত মোফাজ্জেল মোল্লা ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে পঞ্চায়েত ভোটে প্রার্থী হলেও পরাজিত হয়। উত্তর কাশিপুর এলাকার বাসিন্দা মোফাজ্জেল ঘটনার সময় অকুস্হলে উপস্হিত ছিল। সিসিটিভির ফুটেজ দেখে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। এলাকা দখল ও টাকা পয়সার লেন দেন নিয়ে ঝামেলার জেরে এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃতকে আজ বারুইপুর আদালতে তোলা হচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে বিজয়গঞ্জ বাজারের কাছে কয়েকজন দুষ্কৃতি রজ্জাক খাঁ-র ওপর চড়াও হয়। তাঁকে কুপিয়ে ও গুলি করে চম্পট দেয় তারা।