October 9, 2025 9:33 PM

printer

দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে

দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এরফলে রাজ্যের দক্ষিণের জেলা কলকাতা, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে আগামী দু-তিন দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  ১২ তারিখের পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি ধীরে ধীরে কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।  উত্তরবঙ্গের জেলা গুলিতে আগামী সপ্তাহে দু এক জায়গায় হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।