দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এরফলে রাজ্যের দক্ষিণের জেলা কলকাতা, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে আগামী দু-তিন দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২ তারিখের পর থেকে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি ধীরে ধীরে কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ড সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। উত্তরবঙ্গের জেলা গুলিতে আগামী সপ্তাহে দু এক জায়গায় হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
 
									