দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন একাধিক উন্নয়ন মূলক কাজের জন্য আগামীকাল (পয়লা সেপ্টেম্বর) থেকে এক সপ্তাহ বিভিন্ন ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে। এর মধ্যে আদ্রা -ভাগা- আদ্রা পুরো সপ্তাহ ধরেই বাতিল থাকবে। আদ্রা–আসানসোল–আদ্রা মেমু প্যাসেঞ্জার ৭ই সেপ্টেম্বর বাতিল থাকবে। এছাড়াও ঝাড়গ্রাম–ধানবাদ–ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেস ১ থেকে ৫ এবং ৭ই সেপ্টেম্বর ধানবাদের বদলে বোকারো স্টেশনে যাত্রা শেষ এবং শুরু করবে।
টাটানগর–আসানসোল–বারাভূম মেমু ২ রা সেপ্টেম্বর আদ্রা স্টেশনে যাত্রা শেষ ও শুরু করবে। এই সময়ে আদ্রা–আসানসোল রুটে পরিষেবা বন্ধ থাকবে। বর্ধমান হাটিয়া বর্ধমান মেমু ২, ৪, ৫ ও ৭ সেপ্টেম্বর তারিখে গোমো স্টেশনে যাত্রা শেষ ও শুরু করবে।