মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 26, 2025 10:02 PM

printer

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ আরো তীব্র হয়েছে।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ আরো তীব্র হয়েছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এর প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং প্রবল ঝড়ো হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে

সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষিতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু আজ শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। ছটি NDRF এবং তেরোটি SDRF দল মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর হেলিকপ্টার ও চৌদ্দটি উদ্ধারকারী নৌকা প্রস্তুত রাখা হয়েছে জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য। প্রতিটি জেলায় বরিষ্ঠ IAS আধিকারিকদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে । চালু হয়েছে টোল-ফ্রি নম্বর সহ বিশেষ কন্ট্রোল রুম।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।