দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত নিম্নচাপ, প্রতি ঘন্টায় ১০ কিলোমিটার গতিবেগে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বর্তমানে সেটি ওই অঞ্চলেই অবস্থান করছে। চেন্নাই-এর ৮৯০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে বিশাখাপত্তনমের ৯২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে এবং অন্ধ্রপ্রদেশের তাইকান্ডার ৯২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অগ্রসর হয়েছে। এটি ক্রমশঃ আরো ঘনীভূত হয়ে আজ গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আগামীকাল (সোমবার ) তা’ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। আগামী ২৮শে অক্টোবর (মঙ্গলবার), তা’ প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ওইদিন সন্ধায় বা রাতে এই ঝড়, অন্ধ্রপ্রদেশের মছলীপত্তনম ও কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী স্থান দিয়ে অতিক্রম করবে।
এর প্রভাবে উত্তরাঞ্চলের জেলাগুলিতে পরবর্তী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর রাণীপেট, তিরুভাল্লুর, চেন্নাই ও অন্য চারটি জেলায় আগামীকাল ভারী থেকে অতিভারী বর্ষণের কমলা সতর্কতা জারি করেছে।
মৎস্যজীবীদের আগামী বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।