দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে উত্তর প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার কারনে আজ ও আগামী কয়েক দিনরাজ্যের সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে বলেন, অক্ষরেখাটি উত্তরবঙ্গের ওপরে থাকার কারণে উত্তরের চার জেলা দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির প্রকোপ বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী ৩-৪ দিন দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুত ও বৃষ্টিপাতের সম্ভাবনা।বৃষ্টির পরিমাণ বেশি থাকবে পূর্ব বর্ধমানে।
Site Admin | May 18, 2025 12:12 PM
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অন্যদিকে উত্তর প্রদেশ থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখার কারনে আজ ও আগামী কয়েক দিনরাজ্যের সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।