দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সমগ্র পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে। আগামী ৭ দিন দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এদিকে, মৌসুমী বায়ুর প্রভাব কেটে যাওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রাই রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস- স্বাভাবিকের থেকে যা সামান্য কম।
Site Admin | October 14, 2025 10:52 AM
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সমগ্র পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে। আগামী ৭ দিন দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ কোথাও সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে
