November 1, 2025 9:38 AM

printer

দক্ষিণ-পশ্চিম বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর থাকা নিম্নচাপ এলাকাটি আরো দুর্বল হয়ে উত্তর, উত্তর পূর্বে এরাজ্যের হিমালয় পাদদেশীয় এলাকা সিকিম এবং অসমের দিকে অগ্রসর হওয়ার কথা।

দক্ষিণ-পশ্চিম বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর থাকা নিম্নচাপ এলাকাটি আরো দুর্বল হয়ে উত্তর, উত্তর পূর্বে এরাজ্যের হিমালয় পাদদেশীয় এলাকা সিকিম এবং অসমের দিকে অগ্রসর হওয়ার কথা। এর ফলে আজও উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ।

গত দুদিনের ভারী বৃষ্টিতে ইতোমধ্যেই বিপর্যস্ত উত্তরবঙ্গ।

এদিকে দক্ষিণবঙ্গেও আজ কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।