দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে টাইফুন রাগাসা এগিয়ে আসায় দ্বিতীয় পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে। চীনের চার স্তরীয় সতর্কবার্তার পদ্ধতির দ্বিতীয় সর্বোচ্চ এই সতর্কতা আজ সকাল ১০ টায় জারি করা হয়। ঝু-হাই এবং জিয়াংমেন শহরে স্কুল বন্ধ রাখা হয়েছে। এছাড়াও গণ পরিবহন এবং বাণিজ্যিক কাজকর্মও পরে বাতিল করা হয়। সমুদ্র অঞ্চলে বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে ২০ মিটারে পৌছলে জিয়াংমেনের চুয়ানসাং দ্বীপপুঞ্জে সমস্ত ফেরি চলাচলও বন্ধ করে দেওয়া হয়। টাইফুন রাগাসা-র গুয়াংডং-এর মধ্য অথবা পশ্চিম উপকূলে আগামী বুধবার আছড়ে পড়ার সম্ভাবনা।
এদিকে, এই সুপার টাইফুন আছড়ে পড়ার আগে ফিলিপিনসের উপকূলীয় অঞ্চল থেকে বেশ কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ চীনের ওপর দিয়ে পশ্চিম দিকে অগ্রসর হওয়া এই ঘুর্ণিঝড় আজই ঘন্টায় ২৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়ার কথা। রাজধানী মানিলা সহ দেশের বেশিরভাগ অংশে স্কুল, কলেজ, সরকারি অফিস বন্ধ রয়েছে।