মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 18, 2024 12:57 PM

printer

দক্ষিণ গাজার রাফাতে ইজরায়েলী বাহিনীর সঙ্গে সংঘর্ষে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন।

দক্ষিণ গাজার রাফাতে ইজরায়েলী বাহিনীর সঙ্গে সংঘর্ষে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। ট্যাঙ্কের সেলের আঘাতে চুরমার হয়ে যাওয়া একটি ভবনের ধ্বংসাবশেষের মধ্যে যুদ্ধের পোষাকে শায়িত অবস্হায় সিনওয়ারের একটি ফোটোগ্রাফ প্রকাশ্যে এসেছে। ইজরায়েলী প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু হামাস নেতা নিহত হওয়ার ঘটনায় সেনা বাহিনীর প্রশংসা করেছেন। তবে, এটি যত বড় জয়ী হোক না কেন, যুদ্ধের যে এখানে শেষ নয়, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন। যদিও হামাস তাদের এই নেতার নিহত হওয়ার খবরের সত্যতা স্বীকার করেনি। গত বছর অক্টোবরে ইজরায়েলের ওপর হামাসের হামলার ঘটনার পিছনে সিনওয়ার ছিলেন অন্যতম মূল চক্রী।

৬১ বছর বয়সী সিনওয়ার বেশি পরিচিত ছিলেন আবু ইব্রাহিম নামে। এবং এবছর জুলাই মাসে তেহেরানে হামাস নেতা ইসমাইল হানিয়ে নিহত হওয়ার পর সিনওয়ার হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নিযুক্ত হন।

মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিকেন বলেছেন, সিনওয়ারের নিহত হওয়ার প্রেক্ষিতে আমেরিকা গাজাতে যুদ্ধের অবশানের জন্য আগামী দিনে আরও জোরদার চেষ্টা চালাবে। তিনি বলেন, ইতপূর্বে প্যালেস্টিনিও পণবন্দীদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে সমস্যার সমাধানে একটি চুক্তির জন্য আমেরিকা ও তার সহযোগীদের উদ্যোগ সিনওয়ার প্রত্যাখ্যান করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন এবং ইজরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহু পণ বন্দীদের মুক্তির ব্যাপারে উদ্যোগ নিতে সহমত হয়েছেন বলে নেতানিয়াহুর দফতর সূত্রে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই লক্ষে দুই নেতা এক যোগে কাজ করবেন বলে তাদের মধ্যে ফোনে আলোচনা হয়।