দক্ষিণ কোরিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি Yoon Suk Yeol আবারও তার বিরুদ্ধের বিভিন্ন অভিযোগ সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের বিশেষ কৌঁশুলির সামনে হাজিরা দেননি। ২০২২-এর সংসদীয় উপ-নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে বিশেষ কৌঁশুলির সামনে হাজিরা দিতে বলা হয়। ডিসেম্বরে মার্শাল ল প্রয়োগের প্রেক্ষিতে প্রাক্তন রাষ্ট্রপতিকে বন্দি রাখা হয়েছে। স্বাস্হ্যের কারণেই তিনি হাজিরা দিতে পারচ্ছেন না বলে জানানো হলেও, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।