দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ ২-০ তে জিতে নিয়েছে। গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা ভারতকে ৪০৮ রানে হারিয়ে দিয়েছে। ম্যাচ জয়ের জন্য ৫৪৯ রানের লক্ষ্যে আজ পঞ্চম দিনে ২ উইকেটে ২৭ রান নিয়ে খেলতে নেমে চা পানের বিরতির পর ভারত দ্বিতীয় ইনিংসে ১৪০ রানে অলআউট হয়ে যায়। রবীন্দ্র জাদেজা ৫৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সাইমন হার্মার ৬ উইকেট নিয়েছেন।
ম্যাচের সংক্ষিপ্ত স্কোর দক্ষিণ আফ্রিকা ৪৮৯ ও ৫ উইকেটে ২৬০ ডিক্লেয়ার, ভারত ২০১ ও ১৪০।
২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। গত বছর নিউজিল্যান্ড এর বিরুদ্ধে সিরিজের পর ফের একবার দেশের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত।