November 26, 2025 9:48 PM

printer

দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ ২-০ তে জিতে নিয়েছে

দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজ ২-০ তে জিতে নিয়েছে। গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টে দক্ষিণ আফ্রিকা ভারতকে  ৪০৮ রানে হারিয়ে দিয়েছে। ম্যাচ জয়ের জন্য ৫৪৯ রানের লক্ষ্যে আজ পঞ্চম দিনে ২ উইকেটে ২৭ রান নিয়ে খেলতে নেমে চা পানের বিরতির পর ভারত দ্বিতীয় ইনিংসে ১৪০ রানে অলআউট হয়ে যায়। রবীন্দ্র জাদেজা ৫৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সাইমন হার্মার ৬ উইকেট নিয়েছেন।

ম্যাচের সংক্ষিপ্ত স্কোর দক্ষিণ আফ্রিকা ৪৮৯ ও ৫ উইকেটে ২৬০ ডিক্লেয়ার, ভারত ২০১ ও ১৪০।

২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা। গত বছর নিউজিল্যান্ড এর বিরুদ্ধে সিরিজের পর ফের একবার দেশের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো ভারত।

 

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।