দক্ষিণ আফ্রিকা আই সি সি মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে ১৫০ রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। কলম্বোয় গতরাতে বৃষ্টি বিঘ্নিত রাউন্ড রবিন লিগের এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ডি এল এস পদ্ধতিতে পাকিস্তানকে পরাজিত করে। বৃষ্টির জন্য প্রাথমিকভাবে ম্যাচ দেরিতে শুরু হয়। পরে ওভার সংখ্যা কমিয়ে করা হয় ৪০। লরা উলভার্তের ৯০ এবং মারিজান কাপের ৬৮ সুনে লুসের ৬১ রানের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ৩১২ রান করে। এই জয়ের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৬-টি খেলা থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করলো। পয়েন্ট তালিকাতে তারা আপাতত শীর্ষে।
Site Admin | October 22, 2025 11:41 AM
দক্ষিণ আফ্রিকা আই সি সি মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে ১৫০ রানে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে।
