দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে লাইসেন্সবিহীন একটি বারে গুলি চালানোর ঘটনায় কয়েকজন শিশুসহ এগারো জন নিহত হয়েছেন। আহত চোদ্দ।
পুলিশ জানিয়েছে, ভোর সোয়া চারটে নাগাদ কমপক্ষে তিনজন বন্দুকধারী ওই বারে প্রবেশ করে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই দশজন মারা যান। গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।
সন্দেহভাজনদের অনুসন্ধানে পুলিশ তদন্ত চালাচ্ছে।