মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 25, 2025 11:00 AM

printer

দক্ষিণ আফ্রিকার পৌরোহিত্যে G ২০ উন্নয়ন বৈঠকে অংশগ্রহণের উদ্দেশ্যে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা গতকাল দক্ষিণ আফ্রিকার এম পুমালাঙ্গারক্রুগার জাতীয় উদ্যানে পৌঁছেছেন।

দক্ষিণ আফ্রিকার পৌরোহিত্যে G ২০ উন্নয়ন বৈঠকে অংশগ্রহণের উদ্দেশ্যে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা গতকাল দক্ষিণ আফ্রিকার এম পুমালাঙ্গারক্রুগার জাতীয় উদ্যানে পৌঁছেছেন। সমাজমাধ্যমের এক বার্তায় তিনি জানান, G ২০ র সদস্যদের সঙ্গে বিশ্বব্যাপী উন্নয়ন সংক্রান্ত প্রয়োজনীয় আলোচনা করতে ভারত আগ্রহী।

এর পাশাপাশি তিনি ফ্রান্সের আন্তর্জাতিক অংশীদারিত্ব দফতরের মন্ত্রী থানি মোহাম্মদ সোইলিহির সঙ্গেও বৈঠক করেন। তাঁরা পারস্পরিক বাণিজ্য,কৃত্রিম বুদ্ধিমত্তা, আন্তর্জাতিক আর্থিক পরিকাঠামোর সংস্কার ও দুর্যোগ মোকাবিলা বিষয়ে আলোচনা করেন।