মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 3, 2025 11:50 AM

printer

দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারত প্রথমবার মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে।

দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ভারত প্রথমবার মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। নভি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে গতকাল ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রান তোলে। শেফালি ভার্মা ৮৭, দীপ্তি শর্মা ৫৮, স্মৃতি মান্ধানা ৪৫ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৫ ওভার ৩ বলে ২৪৬ রানে অলআউট হয়ে যায়। অধিনায়ক লরা উলভার্ট ১০১ রান করেন। অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলির পর উলভার্ট দ্বিতীয় ব্যাটার যিনি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল দুই ম্যাচেই শতরান করলেন। ভারতের হয়ে দীপ্তি শর্মা পাচঁ উইকেট নিয়েছেন। শেফালি ভার্মা নিয়েছেন দুই উইকেট। শেফালি ম্যাচের সেরা, দীপ্তি টুর্নামেন্টের সেরা হয়েছেন।

ভারতীয় দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেন মহিলা দলের এই প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া এক ইতিহাস রচনা করেছে। এই জয়ের মুহূর্ত ভবিষ্যতে দেশের মহিলা ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন, খেলার মাঠে এই প্রদর্শন খেলোয়াড়দের আত্মবিশ্বাস এবং দক্ষতাকে তুলে ধরে। এই দলগত সাফল্য ভবিষ্যত প্রজন্মকে খেলাতে আগ্রহী করে তুলবে।

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও ভারতীয় মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে এক পোষ্টে তিনি বলেন, এই জয় লক্ষ লক্ষ মেয়ের জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভারতের মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রতিযোগিতার শুরু থেকে মহিলা দলের যে প্রদর্শন তা নতুন প্রজন্ম কে অনুপ্রেরণা যোগাবে বলেও তিনি মনে করেন।

ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং বিরাট কোহলিও অভিনন্দন জানিয়েছেন।