দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। তবে কলকাতায় আকাশ কিছুটা মেঘলা থাকলেও আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডঃ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন।
সকালের দিকে যে শীত অনুভব হচ্ছিল, তা কেটে গিয়ে রাজ্যের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা আবার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। আজ পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২২ ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের থেকে একটু বেশি। এদিকে আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ দশমিক আট ডিগ্রী বেশী।