দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আজ এক স্কুল ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, স্টেশনের টিকিট কাউন্টারের সামনে আজ দুপুরে দু-দল পড়ুয়ার মধ্যে বচসা বাধে। ক্রমে তা হাতাহাতিতে রূপ নেয়। এর মধ্যে একজন ছুরি নিয়ে মনোজিত যাদব নামে ১৭ বছর বয়সী বাগবাজার হাইস্কুলের ছাত্রের ওপর চড়াও হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্হায় মনোজিৎকে প্রথমে সাগর দত্ত এবং পরে বরানগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই সে প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্হলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপ-নগরপাল দক্ষিণ অনুপম সিং। তিনি জানান, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ তিন পড়ুয়াকে আটক করেছে।
Site Admin | September 12, 2025 8:47 PM
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এক স্কুল ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে
