দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পারদ আরও কিছুটা বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তারপর থেকে তাপমাত্রা ফের কমার পূর্বাভাস।
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডঃ অন্বেষা ভট্টাচার্য্য জানিয়েছেন।
দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং-এ আজ ও আগামীকাল হাল্কা বৃষ্টি ও তুষারপাতেরও সম্ভাবনা।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।
Site Admin | January 3, 2026 9:03 PM
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পারদ আরও কিছুটা বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।