থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে গত ৫ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে একাধিক ব্যক্তির প্রাণহানি ও সহস্রাধিক মানুষ বাস্তুচ্যূত হওয়ার পর দু দেশই নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ মধ্যরাত থেকে এই যুদ্ধ বিরতি কার্যকর হয়েছে। ওই এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য দু পক্ষই সহমত হয়েছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের কার্যনির্বাহী প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের উপস্থিতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম আজ এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষনা করেন।
যুদ্ধ বিরতির অঙ্গ হিসেবে দু পক্ষের সেনা কম্যান্ডাররা আগামীকাল থেকে আলোচনায় বসবেন।