July 28, 2025 11:25 AM

printer

থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতৃবৃন্দ আজ মালয়েশিয়ায় একটি জটিল সীমান্ত বিরোধ সমাধানের লক্ষ্যে আলোচনায় বসবেন।

থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতৃবৃন্দ আজ মালয়েশিয়ায় একটি জটিল সীমান্ত বিরোধ সমাধানের লক্ষ্যে আলোচনায় বসবেন। এই আলোচনায়  থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ব্যাংককের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। কম্বোডিয়ার  প্রধানমন্ত্রী হুন মানেতও আলোচনায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। দুই দেশের সীমান্ত সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২।  ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। সংঘর্ষর আবহে  সীমান্তবর্তী অঞ্চল থেকে কম্বোডিয়ার নাগরিকরা পালিয়ে যাচ্ছেন। অন্যদিকে  সীমান্ত এলাকায় সামরিক আইন ঘোষণা করেছে থাইল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রাতে স্কটল্যান্ডে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান,  তিনি উভয় দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন, সংঘর্ষ  অব্যাহত থাকলে ওয়াশিংটনের সঙ্গে ভবিষ্যতের বাণিজ্য চুক্তি স্থগিত করা হবে। তবে মালয়েশিয়ায় আলোচনা উত্তেজনা হ্রাসের দিকে একটি পদক্ষেপ। তবে উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে একথা ট্রাম্প বললেও কম্বোডিয়া এবং থাইল্যান্ড অভিযোগ করেছে, তাদের প্রতিপক্ষ গোলা বর্ষণ অব্যহত রেখেছে।    

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।