থাইল্যান্ডে এক ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯। ৬৫ জনেরও বেশি আহত। রাজধানী ব্যাংকক থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে রাচাসিমা প্রদেশের সিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। ব্যাংকক থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলে উবন রাছাথানি প্রদেশের দিকে যাওয়ার পথে ট্রেনের একটি কোচের ওপর নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে।
থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী ফিপাত রাচাকিতপ্রাকর্ন বলেছেন, দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১৯৫ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার জেরে ট্রেনের বেশ কয়েকটি কামরাও লাইনচ্যুত হয়। দমকল, চিকিৎসক দল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং আপতকালিন দল কে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ত্রাণ ও উদ্ধারের কাজ চলেছে ।