থাইল্যান্ডে আয়োজিত বার্ষিক চীফ অফ ডিফেন্স সম্মেলনের ফাঁকে ভারতের চীফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত, ভিয়াতনাম, দক্ষিণ কোরিয়া এবং ব্রিটেনের প্রতিরক্ষা বাহিনীর একাধিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন।
আই ডি এস সদরদপ্তর জানিয়েছে, সামুদ্রিক ক্ষেত্র, সামরিক শক্তি বিনিময় এবং প্রযুক্তিগত বিষয়ে অংশীদারীত্ব বৃদ্ধি সহ প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়ে তুলতে তাদের মধ্যে বহুমুখী সদর্থক আলোচনা হয়েছে। এ ছাড়াও এয়ার মার্শাল দীক্ষিত, মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত প্রশান্ত মহাসাগরীয় কম্যান্ডের প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল পাপারোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।