August 10, 2025 12:29 PM

printer

থাইল্যান্ডের সিসাকেট এলাকায় কম্বোডিয়া সীমান্তের কাছে টহল দেওয়ার সময় ল্যান্ডমাইন বিস্ফোরনে তিন থাই সেনা আহত হয়েছেন বলে জানা গেছে

থাইল্যান্ডের সিসাকেট এলাকায় কম্বোডিয়া সীমান্তের কাছে টহল দেওয়ার সময় ল্যান্ডমাইন বিস্ফোরনে তিন থাই সেনা আহত হয়েছেন বলে জানা গেছে। কম্বোডিয়া, আন্তর্জাতিক আইন লংঘন করে ল্যান্ডমাইনের মত বিস্ফোরক পুঁতে রেখেছে বলে অভিযোগ করেছে থাইল্যান্ড। কম্বোডিয়া সে অভিযোগ খারিজ করেছে। দুদিন আগেই এই দুই দেশ সংঘর্ষ বিরতি মেনে চলতে দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করলেও এই বিস্ফোরণ নতুন করে উত্তেজনার সৃষ্টি করবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল