থাইল্যান্ডের ব্যাংককে আজ অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী আজ বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন।
বিমসটেক শীর্ষ সম্মেলনে এবারের মূল ভাবনা, ‘ সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত’।এই শীর্ষ সম্মেলনে ভবিষ্যত পরিকল্পনা ‘ব্যাঙ্কক ভিশন ২০৩০’ গৃহীত হবে। বিমস্টেকের ভবিষ্যতের দিশা নির্দিষ্ট করার উদ্দেশ্যে বিমস্টেক বিশিষ্ট জনেদের রিপোর্টও এতে স্বীকৃত হবে।