মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 29, 2024 9:34 PM

printer

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বদলি নীতি কঠোর ভাবে বলবত্ করার সিদ্ধান্ত হয়েছে। 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে বদলি নীতি কঠোর ভাবে বলবত্ করার সিদ্ধান্ত হয়েছে।  তিন বছরের বেশি কোনও কর্মীকে একই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে না রাখার এই নীতি কঠোর ভাবে কার্যকর করার জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। পঞ্চায়েত দফতর সূত্রের খবর, যাঁরা এই মুহূর্তে তিন বছরের বেশি সময় ধরে গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে রয়েছেন, তাঁদেরকে এখনই বদলি করতে হবে। রাজ্য পঞ্চায়েত দফতরের এই নির্দেশিকা প্রত্যেকটি জেলায় পাঠানো হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বহু কর্মী রয়েছেন যাঁরা দিনের পর দিন একই জায়গায় কাজ করছেন। এই ধরনের কর্মীদের নিয়ে নানান সময় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও তৈরি হয়। তাই এই নির্দেশিকা বলে মনে করা হচ্ছে।