মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 17, 2025 9:36 PM

printer

ত্রিপুরায় সাম্প্রতিক ঘটনাবলীতে বাংলাদেশী নাগরিকদের জড়িত থাকার ঘটনায় ভারত বলেছে, আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা অক্ষুন্ন রাখতে বাংলাদেশের উচিৎ উপযুক্ত বন্দোবস্ত গ্রহণ করা।

ত্রিপুরায় সাম্প্রতিক ঘটনাবলীতে বাংলাদেশী নাগরিকদের জড়িত থাকার ঘটনায় ভারত বলেছে, আন্তর্জাতিক সীমান্তের পবিত্রতা অক্ষুন্ন রাখতে বাংলাদেশের উচিৎ উপযুক্ত বন্দোবস্ত গ্রহণ করা। বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ওই ঘটনায় তিন বাংলাদেশী পাচারকারীর মৃত্যু হয়েছে। আন্তঃসীমান্ত অপরাধ ও পাচার রুখতে কাঁটাতারের বেড়া দেওয়ার পক্ষে মত ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ১৫ তারিখ তিন দুষ্কৃতীর একটি দল আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশ থেকে ভারতে ঢোকে এবং বিদ্যাবিল গ্রাম থেকে গবাদী পশু চুরির চেষ্টা চালায়। শ্রী জয়সওয়াল বলেন, দুষ্কৃতীরা লোহার ডান্ডা, ছুরি নিয়ে স্থানীয় গ্রামবাসীদের ওপর চড়াও হয়। তাদের আঘাতে এক গ্রামবাসী প্রাণ হারান।

প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছালে দুই পাচারকারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আহত আর এক পাচারকারী পরে হাসপাতালে মারা যায়। তিনজনের দেহই বাংলাদেশ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ এ ব্যাপারে মামলা দায়ের করেছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।