ত্রিনিদাদ টোবাগো সফরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আর্জেন্টিনার বুয়েন্স এয়ার্সে পৌঁছাবেন। সেদেশের রাষ্ট্রপতি জাভিয়ের মিলের আমন্ত্রণে সাড়া দিয়েই তাঁর আর্জেন্টিনা সফর। দক্ষিণী বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদার করতেই প্রধানমন্ত্রীর পাঁচ টি দেশ সফর। শ্রী মোদী ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা কে, জি টোয়েন্টির র গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসাবে উল্লেখ করেন।
এবারের আর্জেন্টিনা সফরে প্রধানমন্ত্রী সেদেশের শ্রদ্ধেয় স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয় নেতা জেনারেল হোসে দে সান মার্টিনের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করবেন। উল্লেখ্য , দুটি দেশ গত বছর তাদের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পালন করেছে। প্রধানমন্ত্রী দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে , প্রতিরক্ষা, কৃষি, খনি, তেল ও গ্যাস, বিনিয়োগ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করবেন।