ত্রিদেশীয় সফরের দ্বিতীয় দিনে জর্ডনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত – জর্ডন বাণিজ্যিক ফোরামের বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ও তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে ভারত, জর্ডনকে সবরকম সহায়তা প্রদান করবে। প্রধানমন্ত্রী বলেন, ফিনটেক, স্বাস্থ্য এবং কৃষি ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বিষয়ে ভবিষ্যতে দু’দেশের একযোগে কাজ করার সম্ভাবনা রয়েছে।
ত্রিদেশীয় সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় পৌঁছবেন। সে দেশের প্রধানমন্ত্রী ড: আবি আহমেদ আলির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শ্রী মোদী। দক্ষিণী বিশ্বের দেশ হিসাবে ইথিওপিয়ায় ভারতের প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। সফরকালে প্রধানমন্ত্রী ইথিওপিয়ার পার্লামেন্টে যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন। এছাড়া, সেদেশের ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচী রয়েছে।
তিন দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী মোদী এরপর ওমানে পৌঁছবেন। সাক্ষাত করবেন সুলতান হাইথাম – বিন- তারিকের সঙ্গে। দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর এই সফর। এই সফরের ফলে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ,শক্তি, প্রতিরক্ষা, নিরাপত্তা, কৃষি ও সংস্কৃতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কের অংশীদারিত্বের বিষয়ে সামগ্রিক পর্যালোচনার সুযোগ মিলবে।