September 5, 2025 9:53 PM

printer

তেহেরানের পরমাণু নীতি নিয়ে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি ও ইউরোপীয় ইউনিয়নের মুখ্য বিদেশ সচিব কাজা কালাস বৈঠক করেন।

তেহেরানের পরমাণু নীতি নিয়ে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি ও ইউরোপীয় ইউনিয়নের মুখ্য বিদেশ সচিব কাজা কালাস বৈঠক করেন। কাতারের রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ইরানের বিদেশমন্ত্রক জানিয়েছে। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি, ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই আলোচনা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা(IAEA)র সঙ্গে ইরানের সহযোগিতার বিষয়েও আলোচনা হয় বলে ইরানের বিদেশমন্ত্রক জানিয়েছে। ইরানের ওপর ইউরোপের তিনটি দেশের নতুন ভাবে এই নিষেধাজ্ঞা চাপানোর প্রচেষ্টাকে আব্বাস আরাগাচি বেআইনি ও অযৌক্তিক বলে অভিহিত করেছেন। অন্যদিকে, কাজা কালাস বলেন, সব পক্ষের সমস্যা সমাধানে কূটনীতি ও সমঝোতাই একমাত্র রাস্তা।